Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতিসংঘের দুঃখ প্রকাশ

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে রাশিয়া ও জাতিসংঘ দুঃখ প্রকাশ করেছে। রাশিয়া অভিযোগ করে বলেছে, সিরিয়ায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার দায় যুক্তরাষ্ট্র অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা বাতিল করার মার্কিন সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক। এছাড়া, গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা। সেইসঙ্গে কূটনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও ঘোষণা করেন মিস্তুরা। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র সিরিয়ায় ব্যর্থ যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা বাতিল করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুখপাত্র এ মন্তব্য করেন। তিনি গত সোমবার মস্কোয় বলেন, সিরিয়ায় যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে জেনেভায় বিশেষায়িত গ্রুপগুলো যে চেষ্টা চালাচ্ছিল তা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত দুঃখজনক ছাড়া আর কি হতে পারে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, সিরিয়ায় সংঘাত বন্ধের জন্য যে দ্বিপক্ষীয় চ্যানেল প্রতিষ্ঠা করা হয়েছিল যুক্তরাষ্ট্র তা বাতিল ঘোষণা করছে। পাশাপাশি জন কিরবি আলেপ্পোয় বিমান হামলার জোরদার করার জন্য মস্কোকে অভিযুক্ত করে বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়া তার প্রতিশ্রিিত রক্ষা করেনি। এর প্রতিক্রিয়ায় যাখারোভা বলেন, সিরিয়ায় যুদ্ধবিরতির ব্যর্থতার দায় রাশিয়ার ওপর চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন। তিনি বলেন, আলেপ্পোর মানবিক পরিস্থিতির উন্নতির জন্য অর্জিত সমঝোতার শর্তগুলো বাস্তবায়ন করতে রাজি নয় যুক্তরাষ্ট্র। কাজেই তারা নিজেদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে যুদ্ধবিরতির ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করার চেষ্টা করছে। রেডিও তেহরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘের দুঃখ প্রকাশ

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ