Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগদাদিসহ ৩ কমান্ডারকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদিকে খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাগদাদি। ইরাকি সংবাদমাধ্যম ওয়াও-এর বরাত দিয়ে গত সোমবার এক প্রতিবেদনে ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের নিনেভা শহরের দক্ষিণ-পশ্চিমে বিয়াজ জেলায় বাগদাদির খাদ্য প্রস্তুতকারী ও আইএসের তিনজন কমান্ডারকেও বিষযুক্ত খাবার খাওয়ানো হয়েছে। তাদের চারজনকে কঠোর নিরাপত্তায় অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার পর জড়িতদের আটক করতে অভিযান শুরু করেছে আইএস যোদ্ধারা। তবে কোনো স্বাধীন সূত্র থেকে এ খবরের সত্যতা যাচাই করা যায়নি। আল-কায়েদা থেকে বিচ্ছিন্ন হয়ে আইএস প্রতিষ্ঠার কৃতিত্ব বাগদাদিকেই দেওয়া হয়। তার নেতৃত্বে সন্ত্রাসী এই গোষ্ঠীটি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ধনী সংগঠনে পরিণত হয়েছে। ডেইলি মেইল, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাগদাদিসহ ৩ কমান্ডারকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ