মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্বব্যাংক ও জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলোর শিশুদের এক-পঞ্চমাংশ চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছে। সংখ্যার হিসেবে চরম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী শিশুর সংখ্যা প্রায় সাড়ে ৩৮ কোটি। গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। যেসব বাড়ির দৈনিক আয় ১ দশমিক ৯ ডলার বা কম, সে সব বাড়িতে বেড়ে ওঠা শিশুদের চরম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী হিসেবে গণ্য করা হয়েছে। চরম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী শিশুদের অর্ধেক সাব-সাহার আফ্রিকা অঞ্চলের এবং এক-তৃতীয়াংশ দক্ষিণ এশিয়া অঞ্চলের। ইউনিসেফের অ্যান্থনি লেক এক বিবৃতিতে বলেন, শিশুরা যে শুধু চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছে তা নয়, দারিদ্র্য প্রায় সব শিশুকে ধ্বংস করে দিচ্ছে। এসব শিশু খারাপের চেয়েও খারাপতর অবস্থায় আছে কারণ এর ফলে তাদের শরীর ও মনের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।