Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানার্সআপ শেখ জামালই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবই। গতকাল বিকালে আর্মি স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে জামাল ২-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ঢাকা আবাহনী লিমিটেডকে পেছনে ফেলে রানার্সআপ নিশ্চিত করে। বিপিএলের এবারের আসরে শিরোপা নির্ধারণ আগেই হয়ে গেছে। বসুন্ধরা কিংস তাদের চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ ট্রফির দৌঁড়ে এগিয়ে ছিল শেখ জামাল ও ঢাকা আবাহনী। তবে সেই ট্রফির নাগাল আবাহনী নয়, জামালই পেল।
কাল মোহামেডানের বিপক্ষে প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয় দু’গোল আদায় করে নেয় শেখ জামাল। ম্যাচের ৫২ ও ৮৮ মিনিটে দু’টি গোলই করেন গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম। হলুদ কার্ড জটিলতায় এ ম্যাচে খেলতে পারেননি মোহামেডানের মালির ফরোয়ার্ড সোলেমানে দিয়াবাতে। বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত থাকায় স্বাভাবিক খেলা খেলতে পারেননি দু’দলের ফুটবলাররা। ফলে ম্যাচের শেষ দিকে এসে মেজাজ হারান তারা। হাতাহাতিতেও লিপ্ত হন। ফলে ম্যাচের অন্তিম সময়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ জামালের উজবেক ফুটবলার জনোব ওতাবেক। এছাড়া মোহামেডানের এক বল বয়কেও লাল কার্ড দেখান রেফারি। এসময় মাঠে উত্তেজনা তৈরি হলেও তা নিয়ন্ত্রণে আনেন রেফারিরা। এই জয়ে ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করলো শেখ জামাল। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট পাওয়া মোহামেডানের অবস্থান পাঁচে। এর আগে এই ভেন্যুতে দুপুরে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে। ৭২ মিনিটে অলব্লুজদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মো. খালেকুজ্জামান (১-০)। এই জয়ে ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে শেখ রাসেল। ২৪ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে পুলিশ রয়েছে নবম স্থানে।
এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ৩-০ ব্যবধানে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে অষ্টম স্থান নিশ্চিত করে। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পুরানো ঢাকার ক্লাবটিকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ফেলিক্স চিদি (১-০)। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন শাহেদুল হাসান অনিক (২-০)। ৭৩ মিনিটে আরামবাগের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেই চিদি (৩-০)। রহমতগঞ্জ ২৪ ম্যাচে পেয়েছে ২৫ পয়েন্ট। সমান ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে ১২তমস্থানে আগেই অবনমন নিশ্চিত করা আরামবাগ। একই দিন কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রানার্সআপ শেখ জামাল

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ