নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়লেন নেদারল্যান্ডের নারী ক্রিকেটার ফ্রেডেরিক ওভারডিক। গতপরশু নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ কোয়ালিফায়ারের খেলায় ফ্রান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ৩ রান দিয়ে একাই নিয়েছেন ৭ উইকেট! এরআগে টি টোয়েন্টি ক্রিকেটে কোনো বোলার এমন কীর্তি দেখাতে পারেননি। গতকাল আইসিসির টুইটবার্তা থেকে জানা যায়, স্পেনের কার্টাগেনা শহরের লা মাঙ্গা ক্লাব মাঠে ফ্রেডেরিকের বোলিং তোপে ১৭.৫ ওভারে ফ্রান্স মাত্র ৩৩ রানে গুটিয়ে যায় ফ্রান্স। জবাবে নেদারল্যান্ডস ৩.৪ ওভারেরই ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়। এর আগে নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে দাপুটে বোলিং ফিগার ছিল নেপালের অঞ্জলি চাঁদের। ২০১৯ সালে মালদ্বীপের বিরুদ্ধে কোনো রান খরচ না করেই ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড দিপক চাহারের। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে নাগপুরে ৭ রানে ৬ উইকেট নেন ভারতের এই পেসার। তবে ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে সাত উইকেটের নজির আছে একটি। ২০১৯ সালের ৭ অগাস্ট বার্মিংহ্যাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেন ল্যাঙ্কাশায়ার ফক্সেসের অফ স্পিনার কলিন অ্যাকারম্যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।