বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার তালায় মসজিদে নামাজরত অবস্থায় মোমিন গাজী (৫৮) নামের এক মুসল্লি মৃত্যু বরণ করেছেন। তিনি তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে।
মোমিনের ভাইপো শাহাবুদ্দিন বিশ্বাস জানান, প্রতি জুম্মার ন্যায় শুক্রবার (২৭ আগস্ট) খেজুর বুনিয়া বাজারের মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন চাচা মোমিন গাজী (৫৮)। সেখানে সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
মসজিদের মুসল্লি রমজান শেখ বলেন, মোমিন ভাই প্রথমে চার রাকাত সুন্নাত নামাজের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করার পরে তিনি আর সিজদা থেকে উঠেননি। তাকে কোনো নড়াচড়া করতে না দেখে গায়ে হাত দিয়ে বুঝতে পারি তিনি মারা গিয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।