Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে আরো ৫ জনের মৃত্যু আক্রান্ত ১৪২

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১:৪৯ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন কিছুটা কমে আসলেও শুক্রবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় শনাক্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এসময়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ১৪২ জন আক্রান্তের পাশাপাশি আরো ৫ জনের মৃত্যু হয়েছে বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে। মৃতদের মধ্যে ৩ জনই নারী। এর আগের ২৪ ঘন্টায় ১৩৩ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছিল ৩ জনের। এনিয়ে দক্ষিণাঞ্চলে ৪৩ হাজার ৩৭৮ জন আক্রান্তের মধ্যে মারা গেলেন ৬৪৫ জন। গড় মৃত্যুহার দশমিক ১ ভাগ বেড়ে এখন ১.৪৯%। তবে গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার দশমিক ৩ ভাগ হ্রাস পেয়ে ২২.৩১%-এ স্থির হয়েছে। এনিয়ে চলতি মাসের ২৭ দিনে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৯ হাজার ৬৯ জন আক্রান্তের পাশাপাশি ১৫৮ জনের মৃত্যু হল।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে এসময়ে আরো ৭৯৭ সহ দক্ষিণাঞ্চলে সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৩৩২ জন। সুস্থতার হার এখন ৮৩.৭৬%।
গত ২৪ ঘন্টায় সর্বাধীক আক্রান্তের তালিকায় ছিল দ্বীপজেলা ভোলা। এসময়ে জেলাটিতে নতুন ৪১ জন আক্রান্তের পাশাপাশি দুজনের মৃত্যু হয়েছে ভোলা শহরের ৪ নম্বর ওয়ার্ড ও লালমোহন উপজেলায়। এনিয়ে জেলাটিতে করোনা সংক্রমনে ৮৩ জনের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৩৮।
বরিশালেও গত ২৪ ঘন্টায় ৩৮ জন আক্রান্তের পাশপাশি দুজনের মৃত্যু হয়েছে আগৈলঝাড়া ও উজিরপুরে। আগৈলঝাড়াতে গত কয়েকদিন ধরে প্রতিদিনই করোনা সংক্রমনে ১ জন করে মারা যাচ্ছে। জেলার উজিরপুর, বাবুগঞ্জ ও মেহেদিগঞ্জেও গত ১০ দিনে মৃত্যুর সংখ্যা বেড়েছে। বরিশালে এপর্যন্ত ১৭ হাজার ৭১৫ জন আক্রান্তের মধ্যে ২১৭ জনের মৃত্যু হয়েছে।
দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুহারের পটুয়াখালীর বাউফলে গত ২৪ ঘন্টায় আরো একজন মারা গেছেন। ফলে জেলাটিতে মোট মৃত্যুর সংখ্যা ১০৫ জনে উন্নীত হল। গড় মৃত্যুহার ১.৭৬%। আক্রান্তের মোট সংখ্যা ৫ হাজার ৯৭১।
দক্ষিণাঞ্চলের সর্বাধীক সংক্রমনের শিকার ঝালকঠীতেও গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ২৬.৬১% শনাক্তের এ জেলাটিতে ইতেমধ্যে ৪ হাজার ৫১৭ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৬৯ জনের।
দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত জেলা পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় ১৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৫ হাজার ১৩৯ জনের মধ্যে মারা গেছেন ৮১ জন। শনাক্তের গড়হার ২৫.৫০%।

দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহারের বরগুনাতে গত ২৪ ঘন্টায় আরো ১৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হলেও কোন মৃত্যু ছিলনা। জেলাটিতে এপর্যন্ত ৩ হাজার ৬৯৮ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৯০ জনের। জেলাটিতে গড় মৃত্যুহার এখনো ২.৪৩%

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ