বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে একজন পজিটিভ ও পাঁচজন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।
এরা হলেন- করোনা পজিটিভ শ্যামনগরের কুশুলিয়া গ্রামের বজলু রহমানের স্ত্রী ফাহিমা খাতুন (৭০),কালিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের হাজির উদ্দিনের ছেলে শওকাত আলী (৭৫),একই উপজেলার শীতলপুর গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে আব্দুর রউফ (৭০), তালা উপজেলার পাটকেলঘাটা থানার দৌলতপুর গ্রামের কাশিনাথ ঘোষের ছেলে আশুতোষ ঘোষ (৭৫), শ্যামনগর উপজেলার গোমানতলী গ্রামের আহমদ সরদারের স্ত্রী সরবানু (৮০) ও দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে আব্দুস সালাম (১৮)।
শুক্রবার (২৭ আগষ্ট) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান,গত ২৪ ঘন্টায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে।
এদিকে, এই ছয়জনের মৃত্যু নিয়ে বে-সরকারি হিসেবে সাতক্ষীরায় এ পর্যন্ত করোনা উপসর্গে মারা গেছেন ৭০৩ জন। আর করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ১০১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।