নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
একের পর এক তারকা খেলোয়াড় হারাচ্ছে এবারের ইউএস ওপেন। এই তালিকায় সবশেষ সংযোজন প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস এবং র্যঙ্কিংয়ের পাঁচ নম্বর নারী খেলোয়াড় সোফিয়া কেনিন। চোট কাটিয়ে উঠতে পারেননি ভেনাস। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন কেনিন।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেলতে না পারা নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্টে হতাশা প্রকাশ করেন ৪১ বছর বয়সী সাবেক নাম্বার ওয়ান ভেনাস। একই কারণে আগের দিন তার ছোট বোন ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনাও টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন, ‘সেরেনার জন্য খবরটা একদম ভালো ছিল না এবং আজ আমার জন্য। আমিও ইউএস ওপেনে খেলতে পারছি না। এটা খুব খুব খুবই হতাশার। এবারের গ্রীষ্মজুড়েই আমার পায়ে সমস্যা এবং এর জন্য আমি কিছুই করতে পারছি না।’ নিজের ‘প্রিয় স্ল্যামে’ লড়াই করাটা মিস করবেন বলে জানিয়েছেন সাতবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ভেনাস। লড়াইয়ে অংশ নিতে আসা সবাইকে জানিয়েছেন শুভকামনা। একই দিন এক টুইটে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় টুর্নামেন্টটিতে অংশ নিতে না পারার হতাশা জানান রাশিয়ার কেনিন। এর আগে ইউএস ওপেনের এবারের আসর থেকে সরে দাঁড়ান ২০ গ্র্যান্ড স্ল্যামজয়ী দুই তারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদাল এবং রোমানিয়ান তারকা সিমোনা হালেপ। আগামী সোমবার নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে শুরু হবে ইউএস ওপেনের এবারের আসর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।