বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের দায়ের করা সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের আমির মরহুম আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীর তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সহিংসতার তিন মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় আসামি ইনামুল হাসানের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
গত ২১ মে রাতে র্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ইনামুলকে গ্রেপ্তার করে। তিনি বাবুনগরীর পক্ষ থেকে হেফাজতের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।