Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বের হওয়ার অপেক্ষায় এখনো ১৫০০ মার্কিনি : ব্লিনকেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøনকেন বলেছেন, আফগানিস্তান থেকে বের হওয়ার অপেক্ষায় এখনো দেশটিতে এক হাজার পাঁচ শ’ মার্কিন নাগরিক অবস্থান করছেন। বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বিøনকেন বলেন, মার্কিন সরকার আফগানিস্তানে অপেক্ষমান এই নাগরিকদের সাথে যোগাযোগ করে তাদের কাবুল বিমানবন্দরে নিয়ে আসার বিষয়ে কাজ করছে। তিনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমরা আরো প্রায় পাঁচ শ মার্কিনির সাথে যোগাযোগ করেছি এবং বিমানবন্দরে তাদের নিরাপদে আসার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছি। বিøনকেন বলেন, ‘অন্যদিকে যোগাযোগ হওয়া আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক এক হাজার জন মার্কিনির সাথে বিভিন্ন চ্যানেলে কয়েক বার আমরা যোগাযোগ করেছি। এ দিকে বুধবার পর্যন্ত আফগানিস্তান থেকে মোট চার হাজার পাঁচ শ মার্কিন নাগরিক সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি। গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান যোদ্ধাদের প্রবেশের পর থেকে যুক্তরাষ্ট্র দেশটি থেকে তার নাগরিকদের বের করে নেয়া শুরু করে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে। তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে। দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়। চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালেবান চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণে অভিযান চালাতে শুরু করে তালেবান। মে থেকে অভিযান শুরুর পর সাড়ে তিন মাসের মাথায় ১৫ আগস্ট রাজধানী কাবুলের অধিকার নেয় তালেবান যোদ্ধারা। কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর আফগানিস্তান ছাড়ার জন্য দেশটির বিপুল সংখ্যক নাগরিক কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করে। বিমানবন্দরের ভিড়ে সৃষ্ট বিশৃংখলায় প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের তথ্যানুসারে, ১৪ আগস্টের পর থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ৮২ হাজার তিন শ’ জনকে বের করে নিয়ে গেছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্লিনকেট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ