Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দক্ষিণাঞ্চলে করোনায় আরো ৩ জনের মৃত্যু নতুন শনাক্ত ১৩৩

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৩:২১ পিএম

দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় করোনা সংক্রমনে আরো ৩জনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট সংখ্যাটা ৬৪০ জনে উন্নীত হল। গড় মৃত্যুহার এখনো ১.৪৮%। এসময়ে ১ হাজার ১৪৯ জনের নমুনা পরিক্ষায় নতুন ১৩৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে দক্ষিনাঞ্চলে সর্বমোট ১ লাখ ৯৬ হাজার ৬৮৭ জনের নমুনা পরিক্ষায় ৪৩ হাজার ২৩৬ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলল। যা মোট পরিক্ষার ২২.৩৪%। এরমধ্যে দক্ষিণাঞ্চলের ৬% জনসংখ্যার বরিশাল মহানগরীতেই ১০ হাজার ১১৪ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। এ নগরীতে মৃত্যু হয়েছে ১শ জনের। আর চলতি মাসের ২৬ দিনে দক্ষিণাঞ্চলে শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ৯২৯ জনে। এসময়ে মৃত্যু হয়েছে ১৫৩ জনের। যারমধ্যে মহানগরীতেই আক্রান্ত ১ হাজার ১৬৪ জনের মধ্যে মারা গেছেন ১৭ জন।
তবে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলে আরো ৯২১ জন করোনা মুক্ত হয়েছেন বলে জানান হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে ৩৫ হাজার ৫৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার গড়হার এখন ৮২.১৯%।
গত ২৪ ঘন্টায় বরিশালের আগৈলঝাড়ার ১জন জেলা সদর হাসপাতালে মারা গেছেন। এছাড়া ভোলার সদর ও দৌলতখানের দুজনের মৃত্যু হয়েছে দ্বীপ জেলাটির সদর হাসপাতালে।
গত ২৪ ঘন্টায়ও বরিশাল আক্রান্তের শীর্ষে ছিল। এসময়ে জেলাটিতে আক্রান্ত ৩৩ জনের ১৫ জনই ছিল বরিশাল মহানগরীতে। দক্ষিণাঞ্চলের তৃতীয় সর্বোচ্চ সংক্রমনের এ জেলটিতে এপর্যন্ত ১৭ হাজার ৬৭৭ জন আক্রান্তের মধ্যে ২১৫ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ভোলাতেও গত ২৪ ঘন্টায় ২৩৩ জনের নমুনা পরিক্ষায় ৩৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে দুজনের। এনিয়ে জেলাটিতে মোট আক্রান্ত ৬ হাজার ২৯৭ জনের মধ্যে ৮১ জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় ২৫৩ জনের নমুনা পরিক্ষায় ৩০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বাধীক মৃত্যুহারের এ জেলাটিতে ইতোমধ্যে আক্রান্ত ৫ হাজার ৯৫২ জনের মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে। গড় মৃত্যুহার ১.৭৫%।
বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ২৯৬ জনের নমুনা পরিক্ষায় ১২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হলেও গত ৫ দিনে কোন মৃত্যু নেই। তবে দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যু হারের এ জেলাটিতে ইতোমধ্যে ৩ হাজার ৬৮২ জন আক্রান্তের মধ্যে ৯০ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে গড় মৃত্যুহার গত ২৪ ঘন্টায় দশমিক ১% কমে এখনো ২.৪৪%।
দক্ষিণাঞ্চলের সর্বাধীক সংক্রমন হারের ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় মাত্র ৩৭ জনের নমুনা পরিক্ষায় ১২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এখনো গড় সংক্রমন হার ২৬.৬৯%। এপর্যন্ত ৩ হাজার ৬৮২ জন আক্রান্তের মধ্যে ৬৯ জনের মৃত্যু হয়েছে।
পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় মাত্র ৪০ জনের নমুনা পরিক্ষায় ৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমনের এ জেলাটিতে ইতোমধ্যে ৫ হাজার ১২০ জন আক্রান্তের মধ্যে ৮১ জনের মৃত্যু হয়েছে। গড় শনাক্তের হার ২৫.৫৩%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ