বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৩১ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২৪ হাজার ৬০১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৩১১ জন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ২৬ জন, সদরে ৩০ জন, বন্দরে ১৯ জন, আড়াইহাজারে ১২ জন, সোনারগাঁয়ে ১৫ জন ও রূপগঞ্জে ২৯ জনআক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৪০ জন ও আক্রান্ত ৮ হাজার ৫৩০ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৫৬ জন ও আক্রান্ত ৫ হাজার ৬৫ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪২৫ ও মারা গেছেন ২৭ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১ হাজর ৭৩৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ২ হাজার ৫৯৫ জন ও মারা গেছেন ৬৬ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৫১ জন।
জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ৮৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৮৫ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ২১ হাজার ৯২২ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৭ হাজার ৮১১ জন, সদর উপজেলার ৪ হাজার ৫৪৯ জন, রূপগঞ্জের ৩ হাজার ৭৬৩ জন, আড়াইহাজারের ১ হাজার ৪৯৮ জন, বন্দরের ২ হাজার ৬৯ ও সোনারগাঁয়ের ২ হাজার ২৩২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।