Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওপেনিং পার্টনার নিয়ে ভাবছেন জেসন রয়

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। সেই কষ্টটা লাঘবে দল পূর্নগঠন প্রক্রিয়ায় গত ১৬ মাসে ইংল্যান্ড পেয়েছে সাফল্য। ৩০টি ওয়ানডে ম্যাচে ১৭ জয়ে র‌্যাঙ্কিংয়ে ৬ এ উঠে এসেছে দলটি। তাদের এই সাফল্যের ওপেনিং পার্টনারশিপ। জেসন রয়-অ্যালেক্স হেলসের ওপেনিং পার্টনারশিপেই সুদিন ফেরার স্বপ্ন দেখছে ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ২৫৬ রানের ইংল্যান্ডের সেরা ওপেনিং পার্টনারশিপ উপহার দিয়েছেন এই দুই ডানহাতি ওপেনার। ওয়োনডে ক্রিকেটে সর্বোচ্চ ৪৪৪/৩ স্কোরে অবদান অ্যালেক্স হেলসের। ৩০ ম্যাচের মধ্যে দু’জনে একসঙ্গে করেছেন ২৭ ম্যাচে ওপেনিং। জেসন রয় এই সময়ে ৩ সেঞ্চুরি,৫ ফিফটি দিয়েছেন উপহার, সেখানে অ্যালেক্ষ হেলস করেছেন ৪ সেঞ্চুরি ৬ ফিফটি!
১৯৯৩ সালে রবীন স্মিথের ১৬৭ রানের হার না মানা ইনিংসটি দীর্ঘদিন ধরে ছিল ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সেই ইনিংস টপকে পাকিস্তানের বিপক্ষে নটিংহামে অ্যালেক্স হেলস করেছেন ১৭১! জানেন তার আগের সিরিজে ওভালে শ্রীলংকার বিপক্ষে জেসন রয়ের ১৬২ রানের ইনিংসটি আবার ইংল্যান্ড ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস! আয়ারল্যান্ডের বিপক্ষে গত বছরের মে মাসে ডাবলিনে বৃস্টি বিঘিœত ম্যাচে জেসন রয়ের অভিষেক ওয়ানডেতে এই পার্টনারশিপের অভিষেক হয়নি। জুনে এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ইনিংসে গোল্ডেন ডাক পেয়েছেন জেসন রয়,সেই ম্যাচে ওপেনিং পার্টনার অ্যালেক্স হেলস থেমেছেন ২০ রানে। তারপর থেকেই অন্য এক জুটির আবির্ভাব। অথচ বাংলাদেশ সফরে হয়ে গেল এই জুটির বিচ্ছেদ। নিরাপত্তা শঙ্কায় হেলস সবার আগে ইসিবিকে জানিয়ে দিয়েছেন তার পক্ষে বাংলাদেশ সফরে যাওয়া সম্ভব নয়। যার সঙ্গে দারুন বোঝাপড়া, সেই অ্যালেক্স হেলসের সঙ্গে এই বিচ্ছেদটাই ভাবাচ্ছে জেসন রয়কে।
দলে প্রথমবারের মতো ডাক পাওয়া বেন ডাকেট অথবা মইন আলীর মধ্যে একজনের সঙ্গে করতে হবে ওপেনিং। সে কারনেই পরিস্থিতির মুখে নিজের খেলাটার কথাই ভাবছেন জেসন রয়Ñ‘ জানিনা কার সঙ্গে আমি ওপেন করব। আমি শুধু নিজের মতো করে খেলতে চাই। এটা যদি নতুন ছেলে ডাকেট হয় অবশ্যই চেষ্টা করব পুরোটা সময় তাঁকে পূর্ন সহায়তা দিতে। সে হয়তো কিছুটা ¯œায়ুচাপে আছে, তবে এখানে আসার যোগ্যতা সে রাখে।’
২৯ ওয়ানডে ইনিংসে ১০৫৫ রান জেমন রয়ের, গড়টা তার ৩৯.০৭। স্ট্রাইক রেটটাও বলার মতো (১০৪.৬৬)। হোমে নিজেকে ধরেছেন মেলে। তবে সংযুক্ত আরব আমিরাতেও পাকিস্তানের বিপক্ষে রেকর্ডটা তার দারুন ( ৪ ইনিংসে ১৬৩,গড় ৪০.৭৫), আছে সেঞ্চুরিও। মাত্র দেড় বছরে নিজেকে মেলে ধরা এই ইংলিশ ওপেনারের দর্শন একটাই, প্রতিনিয়ত উন্নতিÑ‘ প্রায় দেড় কিংবা দুই বছরের কাছাকাছি সময়টা দারুন উপভোগ করেছি ছিল। তবে এখনও আমার অবশ্যই কিছু কাজ করার বাকি আছে। আরও অনেক রান করতে হবে। আরও কিছু সেঞ্চুরি করতে চাই। ’ লক্ষ্য তার ইংল্যান্ডের হয়ে ম্যাচ জয়ে অবদান রাখাÑ‘অন্য কারো মতো সাধারণভাবে নিজেকে থিতু করতে চাইনা। আমি সবসময়ই অন্যদের চেয়ে ভালকিছু করতে চাই। অবশ্যই নিজের উন্নতি করতে চাই, আরও অনেক শতক হাঁকিয়ে ইংল্যান্ডের পক্ষে অনেক বেশি বেশি ম্যাচ জিততে চাই।’
বাংলাদেশে পা রেখে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে আদ্রতা ৭৫ শতাংশ! এই অসহনীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ তারÑ‘এখানে প্রথম ১৫-২০টি বল অনেক বড় ব্যাপার। আজ (গতকাল) আমরা একটি নেট সেশন করলাম। আগামীকালকের ম্যাচের পর নিজেদের মূল্যায়ন করব। তবে আবহাওয়া নিয়ে এতো কিছু চিন্তা করে লাভ নেই। নিজের কাজটা নিজেকেই করতে হবে। মনোসংযোগটাই এখানে আসল। যতোক্ষন সম্ভব ব্যাট করা যায়, সেদিকেই মনোযোগ দিতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওপেনিং পার্টনার নিয়ে ভাবছেন জেসন রয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ