Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

২০২২’র মধ্যেই স্বাভাবিক জীবন ভারতে : হু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

ভারতে কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। আগামী অক্টোবরে করোনা শীর্ষে পৌঁছাবে বলে ইতিমধ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে জমা পড়েছে রিপোর্ট। তবে এরই মাঝে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামীনাথন বলেছেন, ভারত সম্ভবত কোভিড মহামারির শেষ পর্যায়ে (এন্ডেমিক) প্রবেশ করেছে। তিনি বলেন, এটি (করোনা মহামারি) এমন একটি অবস্থানে আছে, যা কোনো ভাইরাসের স্থানীয়করণের মতো। ড. সৌম্য স্বামীনাথন বলেন, এন্ডেমিক বলতে বোঝায়, যখন একটি নির্দিষ্ট এলাকার কিছু মানুষ ভাইরাসের সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যাস রপ্ত করে ফেলে। এই অভ্যাস রপ্ত করার প্রক্রিয়া একটি বড় দিক। আর তার জন্যই করোনা যে স্তরে এই মুহ‚র্তে ভারতে রয়েছে, তা মহামারির ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের সেন্টার পর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর মতে, যেকোনো মহামারির শেষ পর্যায়কে এন্ডেমিক পর্যায় বলা হয়। জি-নিউজ ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ