Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সলিডারিটি কাপে খেলা হচ্ছে না বাংলাদেশের!

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবলের দেয়ালে পিঠ যেন ঠেকে গেছে। গত ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের হোম ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও গোলশূণ্য ড্র করে লাল-সবুজরা। আর এ ড্র তাদেরকে বড়ই বিপদে ফেলেছে। যে কারণে থিম্পুতে ফিরতি ম্যাচে ভুটানকে হারানোর বিকল্প নেই বেলজিয়ান কোচ টম সেইন্টফিটের শীষ্যদের।
আগামী ১০ অক্টোবর থিম্পুতে ভুটানের মুখোমুখী হবে বাংলাদেশ। থিম্পুতে যারা জিতবে তারাই খেলবে এশিয়ান কাপের বাছাই পর্বে। তাই ম্যাচটিকে ঘিরে দুঃশ্চিন্তা এখন ভর করেছে সবার উপর। ওই ম্যাচে ভুটানের বিপক্ষে জয় না পেলে আগামী দু’বছর এএফসি ও ফিফার কোন টুর্নামেন্টেই খেলার সুযোগ পাবে না বাংলাদেশ। তবে এ শাস্তির খড়গ মাথায় নেমে আসার ্আগে অবশ্য নভেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় সলিডারিটি কাপে খেলার সুযোগ রয়েছে লাল-সবুজদের। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ থেকে বাদ পড়া দলগুলোকে নিয়েই এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। কিন্তু সলিডারিটি কাপে খেলার বিপক্ষে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। এ প্রসঙ্গে গতকাল তিনি বলেন,‘আমি এই টুর্নামেন্ট খেলার বিপক্ষে। যদিও এটি আমার ব্যক্তিগত মতামত। আমি এটি ন্যাশনাল টিমস কমিটিকে জানাবো। ভুটানের বিপক্ষে হেরে গেলে লিগ বন্ধ করে সলিডারিটি কাপে খেলার কোনও যৌক্তিকতা দেখি না।’
সালাউদ্দিন আরও বলেন, ‘আমরা জাতীয় দলকে সবদিক থেকে সাধ্যমতো সহযোগিতা দিতে চাই। আমরা চাই খেলোয়াড়রা তাদের সেরা নৈপুণ্য মাঠে ঢেলে দিয়ে জয় তুলে আনুক। আশাকরি খেলোয়াড়রা দেশের স্বার্থে খেলবে।’
জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি বলেন,‘আমরা বুধবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবো। আমরা চাই জাতীয় ফুটবল দল এ ম্যাচে জয়ের জন্য পূর্ণ মনোসংযোগ করুক।’
সলিডারিটি কাপের জন্য ইতোমধ্যে এএফসি গ্রæপিং চূড়ান্ত করেছে। ‘ক’ গ্রæপে খেলবে নেপাল, পাকিস্তান ও ব্রনাই দারুস সালাম। বাংলাদেশ যদি অ্যাওয়ে ম্যাচে ভুটান বাধা টপকাতে না পারে তবে তাদের স্থান হবে এই গ্রæপে। এখানে প্লে-অফ-৩ এর দুই দল চাইনিজ তাইপে ও তিমোর লেসতের মধ্যকার হেরে যাওয়া দলও খেলবে। অন্যদিকে ‘খ’ গ্রæপে খেলবে- শ্রীলঙ্কা, ম্যাকাও, মঙ্গোলিয়া এবং মালদ্বীপ ও লাওসের মধ্যকার ম্যাচে হেরে যাওয়া দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সলিডারিটি কাপে খেলা হচ্ছে না বাংলাদেশের!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ