মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ৩১ আগস্টের সময়সীমা পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। সোমবার কাবুলে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস এবং একজন প্রধান তালেবান নেতা মোল্লা আবদুল গনি বড়দারের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়।
মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে যে, প্রেসিডেন্ট বাইডেন তার গোয়েন্দা প্রধানকে কাবুলে পাঠিয়েছিলেন এবং ৩১ আগস্টের সময়সীমার মধ্যে প্রত্যাহার অভিযান শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। উভয় সিদ্ধান্ত নেয়ার আগে তিনি তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে পরামর্শ করেছিলেন। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যে, মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানে বেশি দিন থাকতে হবে, তাহলে তিনি বিকল্প উপায় রাখার চিন্তা-ভাবনা করছেন। এজন্য, এই বৈঠকের একটিতে, প্রেসিডেন্ট বাইডেন তার নিরাপত্তা দলকে জরুরী পরিকল্পনা তৈরি করতে বলেন। সূত্র : ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।