Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিআইএ প্রধানকে গোপনে কাবুলে পাঠিয়েছিলেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ৭:৩২ পিএম | আপডেট : ৮:০৩ পিএম, ২৫ আগস্ট, ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ৩১ আগস্টের সময়সীমা পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। সোমবার কাবুলে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস এবং একজন প্রধান তালেবান নেতা মোল্লা আবদুল গনি বড়দারের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে যে, প্রেসিডেন্ট বাইডেন তার গোয়েন্দা প্রধানকে কাবুলে পাঠিয়েছিলেন এবং ৩১ আগস্টের সময়সীমার মধ্যে প্রত্যাহার অভিযান শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। উভয় সিদ্ধান্ত নেয়ার আগে তিনি তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে পরামর্শ করেছিলেন। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যে, মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানে বেশি দিন থাকতে হবে, তাহলে তিনি বিকল্প উপায় রাখার চিন্তা-ভাবনা করছেন। এজন্য, এই বৈঠকের একটিতে, প্রেসিডেন্ট বাইডেন তার নিরাপত্তা দলকে জরুরী পরিকল্পনা তৈরি করতে বলেন। সূত্র : ডন।



 

Show all comments
  • Abu Naser Wahed Faruque ২৫ আগস্ট, ২০২১, ৮:৫৩ পিএম says : 0
    অনেক হয়েছে এবার নিজেদের নিয়ে ভাবুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ