বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনিরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেই ক্ষান্ত হননি। তারই ধারাবাহিকতায় তারা ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিলেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ঘটনাক্রমে তিনি বেঁচে যান। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনও থেমে যায়নি। এজন্য দলের প্রতিটি নেতা-কর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি বুধবার দুপুরে মহানগরীর ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সমূহ কর্তৃক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ মুন্সির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাউন্সিলার রফিকুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক এস.এম আলতাফ হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল কাসেম, এস.এম আকরাম হোসেন, মোঃ আজগর আলী প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।