Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনায় বিশ্বে মৃত্যু ফের ছাড়াল ১০ হাজার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১০:১৩ এএম

প্রতিদিন বিশ্বে গড়ে এখনো ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। মাঝে মধ্যে ১০ হাজারের নীচে নামলেও সময়ের ব্যবধানে তা আবার ১০ হাজার অতিক্রম করছে।

এদিকে দৈনিক মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় অনেক বেশি বেড়েছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ১০ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬ লাখ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। একইসঙ্গে দৈনিক মৃত্যুতেও শীর্ষে উঠে এসেছে দেশটি। তবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৩৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ লাখ ৬৩ হাজার।

বুধবার (২৫ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৪২০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় তিন হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৪ লাখ ৬৩ হাজার ৯১৭ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৫২৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৭৪১ জনে।

এদিকে বিশ্বে দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৬৮৭ জন এবং মারা গেছেন ১ হাজার ১৩০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ৯৯৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৪৮ হাজার ১২৬ জন মারা গেছেন।



 

Show all comments
  • Bojlur Rahaman ২৫ আগস্ট, ২০২১, ১০:২৩ এএম says : 0
    why you display this cross picture?
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ২৫ আগস্ট, ২০২১, ১১:২৯ এএম says : 0
    পরিস্থিতি ভয়ানক নির্মমভাবে যুক্তরাষ্ট্রের উপর এই করোনা ভাইরাস আঘাতের পর আঘাতে জর্জরিত ক্ষতবিক্ষত করেই দিচ্ছেন। এটি পকৃতির অভিশাপ না গজব যুক্তরাষ্ট্রের প্রতি এত নিষ্ঠুর আচরণের কারণ কি?????। এদের অহংকার গর্ব পৃথিবীর জমিনজুড়ে ভয়াবহ সব জুলুম নির্যাতনে প্রকাশ‍্যে বা গোপনীয়তার মাঝে আমেরিকা জড়িত। ফিলিস্তিন গোটা মধ্য প্রাচ‍্যে ভয়াবহ হত‍্যা ধ্বংসযজ্ঞ চালিয়ে লক্ষ লক্ষ মুসলমান কে হত‍্য করে গেছেন। এখনো চলছে শেষ কখন জানিনা।এই যুক্তরাষ্ট্রের মিত্র ইহুদীরা কাফের ইসলামের শক্রদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় অর্জন সম্ভব নয়। আমাদের মুসলমানদের নৈতিকতা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। শয়তান কুমন্ত্রণাদাতা জেনেও আমরা শয়তান হতে বাচতে পারছিনা। আমাদের কে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে। শয়তানের কুমন্ত্রণা হতে যাতে বাচতে পারি। আমিন। আর আজকের ইন্দোনেশিয়ার ভয়াবহ পরিণতি হঠাৎই সবকিছুই স্বাভাবিক করে দিয়ে ছিলো সরকার বুঝতে পারেনি এখন নিয়ন্ত্রণহীন পরিস্থিতি। আমাদের বাংলাদেশের পরিস্থিতি সবকিছু স্বাভাবিক দেখছি। মাক্স স্বাস্থ্য বিধি নেই। আইন শৃংখলার কঠোর বিধি নিষেধাজ্ঞা নেই। সবস্বাভাবিক দিন দিন মৃত্যু আক্রান্ত কমছে পরিসংখ্যান তাই দেখা যাচ্ছে। এটি অদৃশ্য ভাইরাস পরিস্থিতি ভয়ংকর হবেনা বাংলাদেশ কি নিরাপদ???????? শুধু শিক্ষা প্রতিষ্টানের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা অভিভাবকেরা লক্ষ লক্ষ শিক্ষক ভয়াবহ অর্থকষ্ট মানবিক জীবন দারদেনায় জর্জরিত। লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর জীবন ধ্বংস হয়ে গেছে ইতিমধ্যে। কিছু নির্মম মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। অথচ সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ছাত্র ছাত্রীরা নেশাগ্রস্ত বিবেকহীন চরিত্রের মত আচরণ করছে কেন?????????? প্রতিবাদমুখর কর্মসূচি নেই কেন? রাষ্ট্রের নির্বাহী প্রধান বলেছেন শিক্ষা প্রতিষ্টান খুলে দিতে হবে। তারপরও বন্ধ শিক্ষা প্রতিষ্টান। নানাভাবে কথা বলেছেন বিজ্ঞজনেরা এটি শুধু কি একমাত্র আমাদের শিক্ষা প্রতিষ্টানের জন্যেই। বাংলাদেশে ভাইরাসের উপস্থিতি?? মিলিয়ন ডলার প্রশ্ন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ