পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ কৃষি প্রক্রিয়াকরণ এবং আইটিসহ বিভিন্ন ক্ষেত্রে কোরীয় বিনিয়োগ বৃদ্ধিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন দূতকে পরামর্শ দেন। দক্ষিণ কোরিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুহম্মদ দেলোয়ার হোসেন আজ সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার।
প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাতকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে প্রেসিডেন্টের দিক-নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন। প্রেসিডেন্ট নতুন দায়িত্ব পালনে তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।