Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আরোও ৯ জনের মৃত্যু সিলেটে, শনাক্ত ২০৪

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ৫:২৪ পিএম

গত চব্বিশ ঘন্টায় করোনার বিষে প্রাণ হারিয়েছেন আরোও ৯ জন সিলেটে। এনিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১০০৫ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় প্রদত্ত তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টার মধ্যে করোনাক্রান্ত হয়ে সিলেটে মারা গেছেন ৯ ব্যক্তি। সকলেই সিলেটের বাসিন্দা। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন সহ সিলেট জেলাতেই কেবল মারা গেছেন ৮২০ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৯ জন, মৌলভীবাজারের ৭০ জন ও ৪৬ জন রয়েছেন হবিগঞ্জের। এদিকে, একই সময়ে বিভাগে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০৪ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ২০ জন সহ সিলেট শনাক্ত হয়েছেন ১২৩ জন। শনাক্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩২ জন ও ৩১ জন হবিগঞ্জের। ১৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে তাদেরকে। শনাক্তের হার ১৪.৭৩ ভাগ। সিলেটে মোট করোনাক্রান্ত এখন ৫১ হাজার ৬২৫ জন। সর্বোচ্চ ৩১ হাজার ৯০৪ জন আক্রান্ত হয়েছেন সিলেট, সুনামগঞ্জের ৫৯৬৭ জন, মৌলভীবাজারের ৭৫৪৯ জন ও ৬২০৫ জন রয়েছেন হবিগঞ্জের। এদিকে, গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে ওঠেছেন ৫৭৫ জন করোনা রোগী। এনিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৩৫ জনে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৮৭ জন করোনা রোগী চিকিৎসারত রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ