বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা শনাক্ত হয়ে এবং ১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান এই সময়ের মধ্যে করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে ৩ জন ময়মনসিংহের এবং ১ জন শেরপুর জেলার বাসিন্দা।
ডা.মহিউদ্দিন খান মুন আরও জানান,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সময়ের সাথে সাথে কমছে মৃত্যুর সংখ্যা। ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯২ জন। এর মধ্যে ১৩ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।
এদিকে জেলায় একদিনে ৭৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।