বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গত দু'মাসের মধ্যে এটাই সর্বনিম্ন মৃত্যু।
এর আগে গত ২৫ জুন ৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৪৯ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩৮০ নমুনায় শনাক্ত হয়েছেন ৭১ জন। শনাক্তের হার ১৮ দশমিক ৬৮ শতাংশ। যা গতদিনের চেয়ে সংক্রমণ ১ শতাংশ বেড়েছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক মঙ্গলবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
ডাঃ সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ৪জনের মধ্যে বগুড়ার ২জন। তারা হলেন- সদরের হাসনা বানু (৮৫) ও আফসার আলী (৫৫)। এছাড়া বাকি ২জন অন্য জেলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।