বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোমবার করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। তাদের
একজনের নাম শামসুল আলম (৬৫)। তিনি উখিয়ার বাসিন্দা। অপরজন সদরের লায়লা বেগম (৭০)।
শামসুল আলম গত দুইদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
রেডজোন-২তে ভর্তি ছিলেন লায়লা বেগম। এই দুইজনের কেউ করোনার টিকা নেয়নি বলে জানা গেছে।
২৩ আগস্ট কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৫২ জনের নমুনা টেস্ট করে ৭৬ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৬৭৬ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার সিভিল সার্জন অফিস থেকে সোমবার (২৩ আগষ্ট) প্রচারিত ‘করোনা রোগীর পরিসংখ্যানে’ এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন মতে, কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সদরে সর্বোচ্চ ১১০ জনসহ মোট ২৫৩ জনের মৃত্যু হয়েছে।মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে উখিয়ায় ৪৭ জন।
এছাড়া চকরিয়া ৩০, পেকুয়া ১০, কুতুবদিয়া ৪, মহেশখালী ৬, রামু ২০ এবং টেকনাফে ২৬ জন মারা গেছে।
সোমবার (২৩ আগষ্ট) পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২১হাজার ১৯০ জনের। সেখানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৯ জন।
র্যাপিড এন্টিজেন টেস্ট ১০৪ জনে পজিটিভ হয়েছে ১৪ জন।
চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ১৯হাজার ২৭১ করোনা রোগী।
এদিকে কঠোর লকডাউনে সুফল পাওয়া গেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে এসেছে বলে মনে করছেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।