Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ১০ জনের মৃত্যুর দিনে শনাক্ত ৩১৮

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ৮:৫৩ এএম

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো ১০ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৮ জন। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ২০২ জন এবং বাকি ১১৬ জন বিভিন্ন উপজেলার। আগের দিন সোমবার আক্রান্ত হন ২১৯ জন এবং রোববার এ সংখ্যা ছিল ২৯৮। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৭০। মারা গেছেন ১১৯৩ জন। চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ৩ এপ্রিল। করোনায় প্রথম মৃত্যু হয় একই বছরের ৯ এপ্রিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ