বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার (২৩ আগস্ট) বিকাল ৫.২০ মিনিটের সময় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি ১৮ আগষ্ট শারিরিক অসুস্থতা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। ভর্তি অবস্থায় তিনি করোনা পজেটিভ হন বলে জানিয়েছেন তার ভাতিজা সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড মাহবুবুল আলম সোহাগ। শেরপুরের সিভিল সার্জন ডা: একেএম আনোয়ারুর রউফ তার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান নকলা পৌরসভার কায়দা এলাকার মৃত আব্দুল হামিদ-এর ছেলে।
তিনি নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্তিবিদ্যা বিভাগের ছাত্রলীগ মনোনীত প্যানেলের নির্বাচিত ভিপি ছিলেন, শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন তিনি।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় (১০:৩০) নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধা নিবেদনের পরে মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হবে। যানাজা নামাজ শেষে কায়দা বাজারদী গোরস্থানে সমাহিত করা হবে বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মরহুমের পরিবার সূত্রে জানা গেছে।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের মুক্তিযোদ্ধা গেজেট তালিকা নং ১০৩৯ ও লাল মুক্তিবার্তা তালিকা নং ০১১৪০৩০২৪৬। তিনি হাজী জালমামুদ কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামলীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবকে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্মসম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান ও সাধারন সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, নকলা থানার নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, তাঁরা সকলেই মরহুদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।