গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নগরীর লালখান বাজার মতিঝর্ণায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সত্তরোর্ধ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার মধ্যরাতে এ খুনের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন গতকাল সোমবার আদালতে জবানবন্দি দিয়ে খুনের দায় স্বীকার করেছেন। নিহত আবদুল মালেক লালখান বাজার মতিঝর্ণা ৫ নম্বর গলির বাসিন্দা।
খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান জানান, ঘরের সামনে রাস্তায় আবর্জনা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী এক পরিবারের সঙ্গে তর্কাতর্কির জেরে এই ঘটনা ঘটে। রাতে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মালেককে বাঁশ দিয়ে পিটুনি দেয় অপর পরিবারের সদস্যরা। এ সময় অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ঘটনার পরপর হোসনে আরা নামে একজনকে গ্রেফতার করা হয়। হোসনে আরা খুনের দায় স্বীকার করেছেন বলে জানান ওসি। পরে আবদুল্লাহ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।