গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
খুলনা সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগের পর টেলিফোন বিভাগ (বিটিসিএল) শহরজুড়ে খোঁড়াখুড়ির প্রতিযোগিতায় নেমেছে। খুলনার বয়রা চৌরাস্তার ঠিক মোড়ে ৭ থেকে ৮ মাস আগে টেলিফোনের ভূগর্ভস্থ তার বা কেবল স্থাপনের জন্য সড়কের মাঝে বিশাল দুইটি গর্ত করা হয়। এরপর থেকে গর্ত দুটি সেভাবেই আছে। কোনো কাজই করা হয়নি, গর্ত ভরাটও হয়নি। খুলনা-ঢাকা, যশোর ও কুষ্টিয়াসহ আন্ত:জেলার পরিবহণগুলো এই সড়ক ধরেই চলাচল করে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পরে।
এ বিষয়ে সোমবার বাংলাদেশ টেলিকমিউনিকেশান কোম্পানি লিমিটেড (বিটিসিএল) খুলনার ডিজিএম শেখ মাহফুজুর রহমান জানান, বিটিসিএল ওই স্থানে এমন গর্ত করেছে বলে তার জানা নেই। তিনি বলেন, যেখানে যেখানে গর্ত করা হয়েছিল, সেগুলো সব ভরাট করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।