Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় করোনা হাসপাতালগুলোর বেশীরভাগ শয্যাই এখন খালি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ৮:৩১ পিএম | আপডেট : ৮:৩২ পিএম, ২৩ আগস্ট, ২০২১

আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় খুলনার ৫ করোনা হাসপাতালের অধিকাংশ শয্যাই এখন খালি রয়েছে। কিছুদিন আগেও শয্যা সংকটের কারণে কর্তব্যরত চিকিৎসকদের যেমন হিমশিম খেতে হচ্ছিল তেমনি শয্যা না পেয়ে রোগী ও স্বজনদের মাঝে চরম মানবেতর অবস্থার সৃষ্টি হয়েছিল। সূত্র জানায়, খুলনার ৫ হাসপাতালের করোনা ইউনিটগুলোতে মোট শয্যা রয়েছে ৫৬৫ টি। আজ সোমবার ভর্তি রয়েছেন ১৫৩ জন। এ হিসাবে এ মুহুর্তে ৪১২ টি শয্যা খালি রয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, ২০০ শয্যার এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ। খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটে ৩৭ জন ভর্তি রয়েছেন। গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, দেড়শ’ শয্যার এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন।
খুলনা সিভিল সার্জন ডা নিয়াজ মোহাম্মদ আজ (সোমবার) সন্ধ্যায় জানিয়েছেন, গত জুন ও জুলাইয়ে পরীক্ষা অনুসারে আক্রান্তের সংখ্যা শতকরা ৩৫ থেকে ৪০ এর মাঝে উঠানামা করছিল। এখন তা ১৮ থেকে ২০ এর মাঝে রয়েছে। মৃত্যুহারও কমেছে। গত তিন মাসের মধ্যে আজ সোমবার খুলনায় কেউ মারা যাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ