মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শুরু হলো বিশ্ব পানি সপ্তাহ-২০২১। এবারের সম্মেলনে আবহাওয়ার বৈশ্বিক প্রভাব, গোটা বিশ্বে বিশুদ্ধ পানির সংকট, দূষিত পানি থেকে রোগ ছড়ানো, জীবন ও ফসল বাঁচাতে পানি নিয়ে বিশ্ব নেতাদের ভাবনা থাকছে আলোচনার শীর্ষে। সোমবার থেকে শুরু হয়ে এ সম্মেলন চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আবহাওয়া সংকট নিরসন, দারিদ্র্য হ্রাস ও জীববৈচিত্র্য সংরক্ষণই এ সম্মেলনের মূল লক্ষ্য। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউটের আয়োজনে ভার্চুয়াল এ সম্মেলনে অংশ নিচ্ছেন ১৭০টি দেশের এক হাজারের বেশি প্রতিনিধি। এদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সদস্য, আবহাওয়া বিশেষজ্ঞ, বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গণমাধ্যমকর্মী ও যোগাযোগ বিশেষজ্ঞসহ অনেকে। পানির সঙ্গে সম্পর্কিত সব ধরনের সংকট থেকে উত্তরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুইডেনের এ প্রতিষ্ঠানটি। টানা সাতদিনব্যাপী আয়োজিত সম্মেলনে থাকছে চারশ সেশন। কার্বন নিঃসরণ, প্রাকৃতিক সম্পদের ক্ষয়রোধ, টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণ করাসহ আরও নানা ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে। আয়োজকরা বলছেন, আন্তর্জাতিকভাবে সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছেন তারা। সম্প্রতি আবহাওয়ার নেতিবাচক প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ কয়েকগুণ বেড়ে গেছে গোটা বিশ্বে। খরা, বন্যা, অতিরিক্ত তাপপ্রবাহে জনজীবনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক সম্পদও। ফলে এ ধরনের সম্মেলন আয়োজনের বিকল্প নেই। বলছেন বিশেষজ্ঞরা। আবহাওয়ার পরিবর্তন নিয়ে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ তাদের। ইউএনওয়াটার ওআরজি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।