বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সার্বিক করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে সিলেটের। শনাক্তের হার যেমন কমছে, তেমনি সংখ্যাও বাড়ছে সুস্থতার। পাশাপাশি হাসপাতালগুলোতেও এখন অনেকটাই কমেছে করোনা রোগী ভর্তির চাপ। আজ সোমবার (২৩ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৮ জন। সপ্তাহখানে আগে সংখ্যাটা ছিল আরও অনেক বেশি। আজ করোনা শনাক্ত হয়েছে মোট ২১৫ জন সিলেট বিভাগে। সুস্থ হয়েছেন ৩৭৫ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। গত ৭ দিনে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন করোনা রোগী। এদের ২১১ জনই ভর্তি হয়েছেন সিলেটের করোনা বিশেষায়ীত হাসপাতালগুলোতে। আজ সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ২৬ জন। সুনামগঞ্জে গত ৭ দিনের তিনদিন হাসপাতালে ভর্তি হননি কেউ। গত রোববার ভর্তি হয়েছিলেন ৪ জন, শনিবার ১, শুক্রবার, ১ ও বৃহস্পাতিবার ২ জন করোনা রোগী ভর্তি হয়েছিলেন হাসপাতালে। হবিগঞ্জে গত ৭ দিনের মধ্যে দুই দিনে গত বৃহস্পতিবার ৩ ও শুক্রবার ৩ জন করোনা রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। মৌলভীবাজারে গত ৭ দিনের মধ্যে ৬ দিনে মোট ২১ জন করোনা রোগী ভর্তি হয়েছেন হাসপাতালগুলোতে। আজ সোমবার কেউ এ হাসপাতালে ভর্তি হননি। তবে রোববার ভর্তি হয়েছেন ২ জন, শনিবার ৪, শুক্রবার ৪, বৃহস্পতিবার ৩, বুধবার ৫ ও ৩ জন ভর্তি হয়েছিলেন মঙ্গলবার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।