Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সন্তানদের অভিনয়ে দেখতে চান না জেসন মোমোয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

দুই সন্তানের বাবা অভিনেতা জেসন মোমোয়া জানিয়েছেন তার পদাঙ্ক অনুসরণ করে তার সন্তানরা অভিনয়ে আসবে এমন চান না তিনি। মোমোয়ার কন্যা লোলা আর পুত্র নোকোয়া-উল্ফের মা অভিনেত্রী লিসা বনেট। এ কটি বিনোদন সাময়িকীকে তিনি জানিয়েছেন তার আশা তার দুই সন্তান হলিউডর বাইরে তাদের পেশা বেছে নেবে। মোমোয়া বলেন, ‘এদের একজন বিনোদন জগতে আসতে চায়, আমি এর সমর্থক নই। আমি চাইনা তারা একাজ করুক।’ তিনি আরও বলেন, ‘আমি ঠিক জানি না। তবে শেষ পর্যন্ত তাদের এই জগত থেকে দূরে রাখার চেষ্টা করে যাব। আমি গল্প তুলে ধরতে পছন্দ করি, নাটকীয় বিষয়, পরিচালনা আর চলচ্চিত্র নির্মাণ আমার পছন্দের। অন্য কিছুতেও চেষ্টা করতে চাই।’ মোমোয়া আর বনেট কয়েক দশক শোবিজে আছেন। ‘গেমস অফ থ্রোনস’ এবং ‘আকুয়াম্যান’ তারকা মোমোয়া বর্তমানে তার অভিনয়ে নেটফ্লিক্সের ‘সুইট গার্ল’ প্রচারে ব্যস্ত আছেন। বনেট ‘দ্য কসবি শো’ এবং ‘হাই ফিডেলিটি’তে অভিনয় করেছেন। মোমোয়া বলেন, ‘তারা যদি আসলেও চায়, তাহলে হয়তো। তবে আমি চাইনা তারা অভিনয়ে আসুক। এটি খুব কঠিন, আমি চাই না তারা চাপে পড়ুক। আমি কঠিন তাই সামলে নিতে পারি। তবে যাদের ভালবাসি তাদের আমি এতে দেখতে চাই না।’ মোমোয়ার ‘সুইট গার্ল’ ফিল্মের কন্যা ইসাবেলা মেরসেদও (২০) অভিনেতার সঙ্গী একমত প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ