প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ওয়ার্নার ব্রাদার্স জনপ্রিয় ভিডিও গেম ‘মাইনক্র্যাফ্ট’ নিয়ে লাইভ-অ্যাকশন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। এই ফিল্মটিতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন ‘অ্যাকুয়াম্যান’ তারকা জেসন মোমোয়া। উল্লেখ্য ২০১১তে মুক্তি পাবার পর ‘মাইনক্র্যাফ্ট’ভিডিও গেমটি এ যাবত ২৩.৮ কোটি কপি বিক্রি হয়েছে। ‘ন্যাপোলিয়ন ডায়নামাইট’, ‘নাচো লিবরে’ এবং আরও কিছু ফিল্মের জন্য খ্যাত জেরেড হেস ফিল্মটি পরিচালনা করবেন বলে জানা গেছে। মেরি প্যারেন্ট এবং রয় লি প্রযোজনা করবেন। এছাড়া এই ফিল্মটির প্রাথমিক কাজ করার মরণোত্তর কৃতিত্ব দেয়া হবে জিল মেসিককে। ২০১৮তে তার মৃত্যু হয়। ‘মাইনক্র্যাফ্ট’-এর সুইডিশ ডে ভেলপার প্রতিষ্ঠান মোজাঙ-এর পক্ষ থেকে প্রযোজনায় থাকবেন জন বার্জ, লিডিয়া উইন্টার্স এবং ভু বুই। ২০১১তে মুক্তি পাবার পর ‘মাইনক্র্যাফ্ট’ বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে। মাইক্রোসফ্ট ২০১৪তে আড়াই বিলিয়ন ডলারে মোজাঙকে কিনে নেয়। ভিডিও গেমটির মাসিক ইউজার ১৪ কোটিরও বেশি। বিগত বছরগুলোতে ‘মাইনক্র্যাফ্ট’ এবং সংশ্লিষ্ট কিছু গেম গেমিং জগতে অসংখ্য পুরস্কার জয় করে। বেশ কয়েক বছর ধরেই ‘মাইনক্র্যাফ্ট’ ফিল্ম নির্মাণ নিয়ে কথা চলছিল। পরপর শন লেভি, রব ম্যাএলসেনি এবং পিটার সোলেটকে পরিচালনায় নেবার কথা শোনা যাচ্ছিল। এক পর্যায়ে স্টিভ ক্যারেলকে কেন্দ্রীয় চরিত্রে নেবারও কথা শোনা যাচ্ছিল। মোমোয়ার ‘অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ ১৭ মার্চ, ২০২৩-এ মুক্তি পাবে। এছাড়া তিনি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ দশম পর্বেও অভিনয় করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।