মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কয়েকদিন আতঙ্কের মধ্যে আফগানিস্তান থাকার পর অবশেষে ভারত ফিরলেন তমাল ভট্টাচার্য। সকালে বিমান বাহিনীর বিশেষ বিমানে দিল্লি। রাতে কলকাতায় পৌঁছলেন নিমতার তমাল ভট্টাচার্য। জানালেন, 'তালেবানরা সম্পূর্ণ নতুন একটা দেশ তৈরি করতে চাইছে। কতটা সত্যি জানি না। সময়ই সেটা প্রমাণ করবে'।
নিমতার ওলাইচণ্ডীতলার বাসিন্দা তমাল ভট্টাচার্য। পেশায় তিনি শিক্ষক। পেশাগত কারণে কাবুলে গিয়েছিলেন মার্চ মাসে। গত কয়েক সপ্তাহ ধরে যখন আফগানিস্তানে একে পর এক প্রদেশের দখল নিচ্ছিল তালিবান, তখন থেকে উৎকণ্ঠা বাড়ছিল পরিবারের লোকেদের। শেষপর্যন্ত রবিবার কাবুলেও ঢুকে পড়ে তারা। এবার কী হবে? সোমবার শেষবার ফোনে ছেলের সঙ্গে কথা হয় তমালের বাবা। তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। দুঃশ্চিন্তায় খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল ভট্টাচার্য পরিবারের সদস্যদের।
রোববার সকালেই বিমান বাহিনীর বিমানে কাবুল থেকে দিল্লিতে আসেন তমাল ভট্টাচার্য। রাতে ফিরলেন কলকাতায়, নিজের শহরে। আফগানিস্তান পরিস্থিতি ঠিক কেমন? তমাল ভট্টাচার্য জানালেন, 'কাবুলে কোনও যুদ্ধ হয়নি। একটাও গুলি চলেনি। খুব শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হয়েছে। ১৫ অগাস্ট যখন স্কুল থেকে ফিরছি, তখন হঠাৎ দেখলাম রাস্তায় সবাই ছোটাছুটি করছে! কিছুক্ষণ পর কয়েকজন পুলিস অফিসার এসে বলে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যান। তালিবান আসছে। আধঘণ্টার মধ্যে বাড়িতে তল্লাশি শুরু করল'। এদিন কাবুল থেকে দেশে ফিরেছেন ১৬৮ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।