Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানের ক্ষমা ঘোষণা : আশরাফ ঘানি দেশে ফিরতে পারেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১০:৩৪ এএম

আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে ক্ষমা ঘোষণা করেছে তালেবান। এক বিবৃতিতে তালেবান বলেছে, তারা দু’জনই নিরাপদে দেশে ফিরতে পারেন।
পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবানের শীর্ষ নেতা খলিলুর রহমান হাক্কানি বলেন, তাদের সাথে তালেবানের কোনও শত্রুতা নেই। একই কাতারে পড়বেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুলিল্লাহ মহিবও।
খলিলুর রহমান হাক্কানি বলেন, আশরাফ গনি, আমরুল্লাহ সালেহ এবং হামদুলিল্লাহ মহিবের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। তাদের সঙ্গে শুধু ধর্মের কারণেই শত্রুতা ছিল। আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারাসহ সবাইকে আমরা ক্ষমা ঘোষণা করেছি। তাজিক, বেলুচ, হাজারা, পাশতুন সবাই আমাদের ভাই।
তালেবানের এই নেতা বলেন, আমাদের একমাত্র লক্ষ্য ছিল সরকারব্যবস্থা পরিবর্তন, সেটি এখন বদলে গেছে। খলিলুর রহমান হাক্কানি বলেন, মার্কিন সেনারা আমাদের বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহার করছিল। কিন্তু আল্লাহ এখন তাদের অস্ত্র আমাদের হাতে তুলে দিয়েছেন। যুদ্ধ ব্যর্থ হয়েছে।
হাক্কানির দাবি, তালেবানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে তাতে দেশের উচ্চ পর্যায়ের যোগ্যতাসম্পন্ন এবং শিক্ষিত ব্যক্তিরা থাকবেন। আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠিত হবে।
গত মে মাস থেকে আফগানিস্তান দখলে অভিযান শুরু করে কট্টর ইসলামপন্থি গোষ্ঠী তালেবান এবং মাত্র তিন মাসের মধ্যে দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ২৮টি নিজেদের দখলে আনতে সক্ষম হয়। গত ১৫ আগস্ট থেকে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণও নেয় তালেবান। সূত্র : জিও নিউজ



 

Show all comments
  • S M Newaz ২৩ আগস্ট, ২০২১, ২:১০ পিএম says : 0
    সন্ত্রাসীদের কোন ক্ষমা নাই
    Total Reply(0) Reply
  • Nazmul Hossain ২৩ আগস্ট, ২০২১, ৫:৩৬ পিএম says : 0
    আমার মনে হয় তারা সবকিছু ঠিক করতে পারবেন।
    Total Reply(0) Reply
  • Joy Khan ২৩ আগস্ট, ২০২১, ৫:৩৭ পিএম says : 0
    জণগণ তাকে জীবনে ক্ষমা করবেনা।
    Total Reply(0) Reply
  • Nazmul Haque ২৩ আগস্ট, ২০২১, ৫:৩৭ পিএম says : 0
    আফগানিস্তানের রাজাকাররা দেশ ছেড়ে পালাচ্ছে , তারা যুক্তরাষ্ট্রের গোলাম ছিল ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশরাফ ঘানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ