মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শরণার্থী পুনর্বাসনে সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলকভাবে যে কোটা নির্ধারণ করেছে তা গ্রহণ করা হবে কি-না সে প্রশ্নে হাঙ্গেরিতে গণভোট হয়েছে। গত রোববার এ গণভোট হয়। হাঙ্গেরির ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইইউভুক্ত দেশগুলোতে মোট ১ লাখ ৬০ হাজার শরণার্থী পুনর্বাসন পরিকল্পনার বিরোধিতা করছেন। গত বছর অভিবাসন সঙ্কটের পর ঘোষিত স্কিম অনুযায়ী হাঙ্গেরিকে ১ হাজার ২৯৪ আশ্রয়প্রার্থীকে গ্রহণ করতে হবে। জনমত জরিপে দেখা গেছে, যারা গণভোটে ভোটদাতাদের অধিকাংশই ইইউ এর এ পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। তবে এজন্য ৫০ শতাংশেরও বেশি ভোটের দরকার। শরণার্থী সংকটের সময় হাঙ্গেরি শরণার্থীদের জার্মানিসহ অন্যান্য ইউইভুক্ত দেশে যাওয়ার জন্য পশ্চিমা বলকান রুটে একটি ট্রানজিট দেশে পরিণত হয়েছিল। শরণার্থীদের ঢল কমাতে সার্বিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে সীমান্তপথ বন্ধ করে দিয়েছিল হাঙ্গেরি। এ পদক্ষেপ দেশটির জনগণ সাদরে গ্রহণ করলেও মানবাধিকার সংস্থাগুলো এর তীব্র সমালোচনা করে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।