মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ এলাকায় গতকাল সোমবার আকস্মিক হামলা চালিয়েছে তালিবান জঙ্গিরা। কুন্দুজের দখল নেওয়ার এক বছর পর আবার এই হামলার ঘটনা ঘটল। এএফপির খবরে জানা যায়, কুন্দুজের দক্ষিণ ও পূর্বাঞ্চলে গতকাল ভোরের দিকে এ হামলা হয়। সেখানে সরকারি বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলছে। কুন্দুজের আকাশে আফগান সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার চক্কর দিচ্ছে। সেখানকার রাস্তাগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে। দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর তালিবান জঙ্গিরা প্রাদেশিক রাজধানী কুন্দুজের দখল নেয়। আফগান সরকার কুন্দুজে তাদের কড়া নিয়ন্ত্রণ জারি করেছে। জাতিসংঘ বলছে, ইতিপূর্বে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে কুন্দুজে ২৮৯ জন নিহত ও শতাধিক আহত হয়। এএফপি, বিবিসি ও রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।