মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের উত্তর নরম্যান্ডি অঞ্চলে উগ্রপন্থীদের হামলায় যাজক নিহতের ঘটনায় বন্ধ চার্চ আবার খুলে দেয়া হয়েছে। চলতি বছরের ২৬ জুলাই ওই চার্চে ধারাল অস্ত্রধারীদের হামলায় এক যাজক নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়েছিলেন। বিবিসি বলছে, চার্চটি পুনরায় খুলে দেয়া উপলক্ষে নরম্যান্ডির সেন্ট-এতিয়েন-দ্যু-হুভে শহরজুড়ে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হয়। চার্চের আর্চবিশপ রোয়েন ডোমিনিক লিবার্ন শুদ্ধিকরণের অংশ হিসেবে পবিত্র পানি ছিঁটিয়ে দেন। অনুষ্ঠানটিতে মুসলিম সম্প্রদায়ের অনেকেই অংশ নিয়েছেন। শহরের একটি অংশে বড় পর্দার মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। গেল ২৬ জুলাই সকালে মর্নিং ম্যাস চলার সময় ছুরি হাতে দুই ব্যক্তি নরম্যান্ডির সেন্ট-এতিয়েন-দ্যু-হুভে শহরের ওই চার্চে ঢুকে পড়ে এবং সেখানে অবস্থান করা ব্যক্তিদের জিম্মি করে বলে পুলিশ জানিয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই হামলাকারীকে গুলি করে হত্যার পর জিম্মিদের উদ্ধার করে। হামলাকারীরা মোট পাঁচজনকে জিম্মি করেছিল বলে জানায় পুলিশ। সেখান থেকে একজন যাজকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফাদার জ্যাক এমেলের বয়স ছিল ৮৪ বছর। মধ্যপ্রাচ্য ভিত্তিক জেহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।