মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আগামী বছর মার্চের শেষ নাগাদ আনুানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। বিবিসিকে গত রোববার মে বলেন, লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি কার্যকরের মধ্য দিয়েই এ আনুানিক ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হবে। তার মানে হচ্ছে, ২০১৭ সালে এ প্রক্রিয়া শুরুর দুবছর পর অর্থাৎ, ২০১৯ সালেই ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পথে রয়েছে যুক্তরাজ্য। ব্রেক্সিটের পক্ষের শিবির দুবছরের আলোচনা প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব শুরুর আহ্বান জানাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী মে এর আগে কেবল বলেছিলেন, ব্রেক্সিট প্রক্রিয়া এ বছর শুরু করবেন না তিনি। তবে গত রোববার বিবিসির এন্ড্রু মার শো তে তিনি সুনির্দিষ্ট সময় বলে দিয়ে এ বিষয়টিতে সরকারের সময়সীমা নিয়ে জল্পনা দূর করলেন। ২০১৭ সালের মার্চ মাস শেষের আগেই আর্টিকেল ফিফটি চালু করা হবে বলে জানিয়েছেন মে। ইইউ ত্যাগের প্রক্রিয়া বেশ জটিল হবে বলে উল্লেখ করেছেন মে। তবে এ ব্যাপারে এখন ইইউ এর বাদবাকী সদস্যদের সঙ্গে অনেক প্রস্তুতিমূলক কাজ করে নেওয়া যাবে, আর এতে করে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হলে আলোচনাও নির্বিঘেœ চলতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।