Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরাইলকে হুঁশিয়ারি আরব লিগের

গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারও সংঘর্ষে আহত ২৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

জেরুজালেম নগরীতে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের নির্যাতন বন্ধে ইহুদিবাদী দেশ ইসরাইলকে হুঁশিয়ার করেছে আরব লিগ। আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার এক বিবৃতিতে আরব লিগ এ হুঁশিয়ারি দেয়। খবর সউদী গ্যাজেটের। বিবৃতিতে ইসরাইলকে ফিলিস্তিনি এবং আল-আকসায় সব ধরনের অপরাধ কর্মকান্ড এবং অবৈধ দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে। গত শনিবারও দখলদার ইসরাইলের সেনাবাহিনীর গাজা উপত্যকায় গুলি করে ২০ ফিলিস্তিনিকে আহত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানিয়েছেন, আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার জেরুজালেমে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরাইলিদের গুলিতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন, এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। এ মাসের প্রথম দিকে আরব লিগ লেবাননে হামলার ব্যাপারেও ইসরাইলকে সতর্ক করেছিল। তখন আরব লিগ বলেছে- ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটর নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে, তার অর্থ হচ্ছে- তারা শক্তি প্রদর্শন করছে। অপরদিকে, গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবারের ওই বিক্ষোভে শত শত ফিলিস্তিনিকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি চালালে, আহত হন অন্তত ২৩ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর দাবি, ফিলিস্তিনিদের পাথর হামলার জবাব দিতেই গুলি চালিয়েছে তারা। অন্যদিকে, হামাস বলছে, ১৯৬৯ সালে জেরুজালেমের আল আকসা মসজিদের হামলার দিনটিকে স্মরণে বিক্ষোভ করলে হামলা চালায় ইসরাইলি সেনারা। শনিবার গাজার ইসরাইল সীমান্তে জড়ো হয় শত শত ফিলিস্তিনি। ইসরাইলের অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সীমান্তের ওপর থেকে রাবার বুলেট ছুড়ে ইসরাইলি বাহিনী। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে নিরীহ ফিলিস্তিনদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে আহত হন অনেকে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, ১৯৬৯ সালে জেরুজালেমের আল আকসা মসজিদে ভয়াবহ হামলার বর্ষপূর্তি সাধারণ ফিলিস্তিনরা বিক্ষোভ শুরু করলে কোনও ধরনের উসকানি ছাড়াই গুলি চালায় দখলদার ইসরাইলি বাহিনী। হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলেও জানানো হয়। এদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশুর মাথায় গুলি করা হয় বলেও জানানো হয়। এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, কয়েকশ› ফিলিস্তিনি সীমান্তে বিক্ষোভের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়। ফিলিস্তিনদের হামলায় এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ২০১৮ সালের শুরু থেকেই ইসরাইলি দখলদারিত্বের প্রতিবাদে প্রতি সপ্তাহে সীমান্তে বিক্ষোভ করে আসছে সাধারণ ফিলিস্তিনরা। এ বিক্ষোভে এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন সাড়ে তিনশ›র বেশি ফিলিস্তিনি। মাঝে কিছুদিন বিরতির পর আবারও ইসরাইল সীমান্তে বিক্ষোভ শুরু করল তারা। এদিকে গাজায় অসহায় ফিলিস্তিনদের জন্য কাতারের পাঠানো অর্থ সহায়তা আটকে দিয়েছে ইসরাইলের নতুন সরকার। তেল আবিবের দাবি, দোহার পাঠানো ওই অর্থ হামাসের হাতে না পৌঁছানোর নিশ্চয়তা পেলেই কেবল তা পাঠানোর অনুমোদন দেওয়া হবে। এর আগে, গাজার কয়েকটি পরিবারের কাছে অর্থ সহায়তা পাঠানোর বিষয়ে কাতার ও পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায় ইসরাইল। ওই চুক্তির মধ্যেই কাতারের অর্থ সহায়তা আটকে দিল তেল আবিব। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মে মাসে সংঘটিত ১১ দিনের হামাস-ইসরাইল যুদ্ধের পর এই প্রথম রকেট হামলা হলো। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে ইসরাইলের কান রেডিও এ জন্য হামাসকে দায়ী করেছে। আল-জাজিরা, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ