Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নাগরিক অধিকার কর্মী জেসি হাসপাতালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মার্কিন নাগরিক অধিকার কর্মী রেভারেন্ড জেসি জ্যাকসন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও জানুয়ারিতে তিনি টিকা নিয়েছিলেন। রেভারেন্ডের রেইনবো পিইউএসএইচ কোয়ালিশন সংস্থার এক বিবৃতিতে শনিবার এ খবর জানিয়ে বলা হয়, জ্যাকসন (৭৯) এবং তার স্ত্রী জেকুলিন জ্যাকসন (৭৭) শিকাগোর নর্থওয়েস্টার্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উভয়ে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। জ্যাকসন ৬০ এর দশক থেকেই আমেরিকান সিভিল রাইটস আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি মার্টিন লুথার কিংয়ের সাথে সমাবেশ করেছেন এবং অর্থ উত্তোলনে সহায়তা করেছেন। বিশিষ্ট আফ্রিকান আমেরিকান হিসেবে তিনি ১৯৮০ এর দশকে মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য দু’দুবার ব্যর্থ উদ্যোগ নিয়েছিলেন। জানুয়ারিতে তিনি করোনার টিকা নিয়েছিলেন। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধিকার কর্মী জেসি হাসপাতালে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ