প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সুচন্দার এখন সময় কাটে বাসায়। বাসা থেকে একদম বের হন না। এর কারণ করোনা। তিনি হার্টের রোগী। গত জানুয়ারিতে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। ফলে চিকিৎসকের পরামর্শে বাসায় থাকছেন। তিনি জানান, চিকিৎসক পরামর্শ দিয়েছেন করোনার এই সময়ে যেন বাসা থেকে বের না হই। যেহেতু আমি হার্টের রোগী তাই আমার ক্ষেত্রে এই জীবাণুর প্রভাবটা একটু বেশি ঝুঁকিপূর্ণ। তিনি জানান, করোনার কারণে আত্মীয়-সজনদের সাথেও কম দেখা-সাক্ষাৎ হয়। আর আমার সমসাময়িক শিল্পীদের অনেকে বেঁচে নেই। যারা বেঁচে আছেন তাদের সাথে দেখা করার ইচ্ছা আছে। জীবনের উপলব্ধি প্রসঙ্গে সুচন্দা বলেন, এই বয়সে এসে আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। মা আমাকে সব সময় বলতেন, জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করো না। আমাদের জীবনটা ক্ষণস্থায়ী। মায়ের এ কথা মেনে চলার চেষ্টা করেছি। তিনি বলেন, জীবনে যা কিছু করেছি, তাতে পরিমিতবোধ রাখার চেষ্টা ছিল। সবচেয়ে বড় কথা হলো, যৌবনকালের সঙ্গে এই বয়সের চিন্তা-ভাবনায় অনেক ফারাক থাকে। এটা খুবই স্বাভাবিক। সুচন্দা একাধারে অভিনেত্রী, নির্মাতা ও প্রযোজক। ষাটের দশকের শেষের দিকে সুভাষ দত্তের কাগজের নৌকা সিনেমা দিয়ে চলচ্চিত্রে তার আবির্ভাব ঘটে। এরপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন। সুচন্দার রূপালী পর্দায় অভিষেক। তিনি প্রায় একশ’ সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে বেহুলা, জীবন থেকে নেয়া, তিন কন্যা, সুয়োরানী দুয়ো রানী, কাগজের নৌকা, বিচার ইত্যাদি। আশি দশকে তিন কন্যা সিনেমা প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসেবে অবির্ভূত হন। এরপর পরিচালক হিসেবে নির্মাণ করেন বিদেশ যাত্রা, হাজার বছর ধরেসহ আরও বেশ কয়েকটি সিনেমাটি। সিনেমায় অবদানের জন্য ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ২০০৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ডও অর্জন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।