প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো নাটক নির্মাণ করতে যাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সুচন্দা। ইতোমধ্যে চলচ্চিত্র পরিচালনা করলেও কখনোই নাটক পরিচালনা করেননি। এমনকি অভিনয়ও করেননি। অবশেষে নাটকের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। এ ব্যাপারে সুচন্দ বলেন, ‘জীবনের শেষ বিকেলে এসে পৌঁছেছি। এই পর্যায়ে এসে একটি গল্প খুব ভালো লেগেছে। আমি নিজে গল্পটি পড়ে তৃপ্ত হয়েছি। এর বেশিকিছু এখন বলতে চাচ্ছি না। তবে একজন বিখ্যাত লেখকই গল্পটি লিখেছেন। চিত্রনাট্য আমি নিজে করেছি। অল্পকিছুদিনের মধ্যেই নাটকটি নির্মাণের কাজে হাত দিবো। তিনি বলেন, যখন ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলাম তখন কাজটি করে তৃপ্ত হয়েছিলাম। এ বিষয়টি মাথায় রেখেই বলছি, নিজে তৃপ্ত না হলে দর্শকও তৃপ্ত হয় না।’ এদিকে গত ৮ মার্চ নারী দিবসে আরটিভি থেকে ‘আলোকিত নারী’ সম্মানা পেয়েছেন সুচন্দা। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘পুরুষ শাসিত সমাজে একজন নারী হয়েও নিজের কাজের স্বীকৃতিস্বরূপ যে সম্মাননা পেলাম তা আমার জন্য বিরাট প্রাপ্তি।’ উল্লেখ্য, সুচন্দা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’। তবে পরিকল্পনা রয়েছে জহির রায়হানের ‘বরফ গলা নদী’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের। বেশ কয়েক মাস দেশের বাইরে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন। কয়েকদিন বিশ্রামে থাকার পর তিনি নাটক নির্মাণের জন্য শিল্পী নির্বাচনের প্রক্রিয়া শুরু করবেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।