Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমন কিছুটা কমলেও মৃত্যু আরো ৬ জনের

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ৫:৩৩ পিএম

দক্ষিণাঞ্চলে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যুর সাথে ১ হাজার ২৬ জনের নমুনা পরিক্ষায় ১৮৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে ১ লাখ ৯২ হাজার ৬৭২ জনের নমুনা পরিক্ষায় ৪২ হাজার ৬২৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হল দক্ষিণাঞ্চলে। শনাক্তের গড়হার এখন ২২.৪৮% হলেও রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় তা ছিল ১৮%-এর মত। অপরদিকে করোনা সংক্রমনে মৃত্যুর সংখ্যা ৬৩০ জনে উন্নীত হওয়ায় গড় মৃত্যুহার এখনো ১.৪৮%। যা রোববারের শনাক্তের বিপরিতে ছিল ৩%-এর বেশী। আগেরদিন ৩৪৩ জনের নমুনা পরিক্ষায় ৯৭ জন শনাক্তের স্থলে রোববার নমুনা পরিক্ষা ১ হাজারের ওপরে উঠলেও শনাক্ত ছিল ১৮৭ জন। যা কিছুটা হলেও স্বাস্থ্য বিভাগকে স্বস্তি দিতে শুরু করলেও এক দিনের ব্যাবধানে মৃত্যুর সংখ্যা দুই থেকে ৬জনে উন্নীত হওয়ায় বাড়তি দুঃশ্চিন্তা যোগ হচ্ছে। রোববারে মৃত ৬ জনের মধ্যে ৩ জনই জনই নারী। এসময়ে বরগুনাতে ৩জন ছাড়াও বরিশাল, ভোলা ও পিরোজপুরে একজন করে মারা গেছেন।
পাশপাশি গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে ১ হাজার ১০৪ জন সহ সর্বমোট ৩১ হাজার ৬২৬ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে এ অঞ্চলে গড় সুস্থতার হার ৭৪.২০%-এ উন্নীত হল।
গত ২৪ ঘন্টায়ও যথারিতি বরিশাল জেলায়ই শনাক্তের সংখ্যা ছিল সর্বাধীক,৭৬ জন। যারমধ্যে মহানগরীতেই আক্রান্ত ৩৬। এসময়ে উজিরপুরে ৬০ বছরের এক নারী সহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২১১ জনে উন্নীত হল। দক্ষিণাঞ্চলের তৃতীয় সর্বাধীক আক্রান্তের এ জেলাটিতে ইতোমধ্যে ১৭ হাজার ৪৬৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল ভোলাতে। দ্বীপ জেলাটিতে ১৬৩ জনের নমুনা পরিক্ষায় ৪৫ জনের দেহে করোনা শনাক্ত হবার পাশাপাশি শহরের কালীবাড়ি রোডে ৫৫ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে ৬ হাজার ১১৭ জন শনাক্তের মধ্যে ৭৭ জনের মৃত্যু হল। পটুয়াখালীতেও এসময়ে ৯৮ জনের নমুনা পরিক্ষায় ১৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত মোট ৫ হাজার ৮৫০ জন আক্রান্তের মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে এখনো গড় মৃত্যুহার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ, ১.৭৮%।
বরগুনাতে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরিক্ষায় ২১ জনের দেহে করোনা পজিটিভ শনরক্তের পাশাপাশি ৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহারের এ জেলাটিতে গত ২৪ ঘন্টায় এক নারী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। যাদের বয়স ৭০ থেকে ৮৫ বছর। মৃত সবাই সদর উপজেলার। এনিয়ে জেলাটিতে ৩,৬২৮ জন আক্রান্তের মধ্যে ৮৯ জনের মৃত্যু হল। জেলাটিতে গড় মৃত্যুহার এখন ২.৪৫%।
পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ৮৫ জনের নমুনা পরিক্ষায় ১৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময় সদর উপজেলার ৫৫ বছরের এক নারী পিরোজপুুর জেনারেল হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পরে মারা গেছেন। এনিয়ে জেলাটিতে ৫ হাজার ৮৫ জন শনাক্তের মধ্যে ৮০ জনের মৃত্যু হল। জেলাটিতে শনাক্তের হার এখনো দক্ষিণাঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ, ২৫.৬১%।
সর্বোচ্চ সংক্রমনের ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষার সংখ্যা আগের কয়েক দিনের তুলানায় কিছুটা বেড়ে ৬৭ জন হয়েছে। শনাক্তের সংখ্যা ১২। জেলাটিতে এ পর্যন্ত ৪ হাজার ৪৭৫ জন আক্রান্তের মধ্যে ৬৯ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে সংক্রমনের গড়হার এখনো ২৬.৮৪%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ