Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় সিলেটে মৃত্যু ঘটেছে আরোও ১২ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ৫:৩১ পিএম

সিলেটে করোনাক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে আরও ১২ জনের। গত শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে ঘটেছে এ মৃত্যুর সংখ্যা। এর আগের চব্বিশ ঘন্টায়ও মৃত্যু হয়েছিল ১২ জনের। এদিকে, চব্বিশ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১৬৫ জন। এ সংখ্যা গত প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন সহ ১০ জন মারা গেছেন সিলেটের ও অপর দুজন সুনামগঞ্জের। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৯৮৪ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৮৭ জন সহ সিলেট জেলায় মারা গেছেন ৮০১ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৭ জন, মৌলভীবাজারের ৭০ জন ও ৪৬ জন রয়েছেন হবিগঞ্জের। এদিকে, নতুন শনাক্ত হওয়া করোনা রোগীর মধ্যে ওসমানী হাসপাতালে ২৯ জন সহ সিলেট শনাক্ত হয়েছেন ১১০ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২৪ জন, মৌলভীবাজারের ২১ জন ও ১০ জন রয়েছেন হবিগঞ্জের। গত ২৪ ঘন্টায় শনাক্ত যেমন কম হয়েছে, তেমনি নমুনা পরীক্ষার সংখ্যাও কম ছিল। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয় মাত্র ১০১১ জনের। শনাক্তের হার ১৬.৩২ ভাগ। সবমিলিয়ে সিলেটজুড়ে করোনাক্রান্তের সংখ্যা ৫১ হাজার ২০৬ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪৩৪০ জনসহ সিলেট শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৬৭৬ জন, সুনামগঞ্জের ৫৯২৪ জন, মৌলভীবাজারের ৭৪৬৪ জন ও ৬০৭০ জন হবিগঞ্জের। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বিভাগে গত চব্বিশ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেছেন ৩৯০ জন করোনা রোগী। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা ৪০ হাজার ৩৮৫ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪২৪ জন করোনা রোগী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ