Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বগুড়ায় করোনা ও উপসর্গে মৃত্যু ১১ জনের

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ২:২৯ পিএম

বগুড়ায় করোনার সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে। জেলায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৪৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬দশমিক ৪৮শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ ৮ শতাংশ বেড়েছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৫জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
ডাঃ সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে বগুড়ার ৬জন। তারা হলেন- সদরের মোর্শেদুল৷ (৪৪), আনিসুর (৬৫) ও ভক্তি রানী৷ (৫২), গাবতলীর আব্দুর রশিদ (৭০), শাজাহানপুরের জহুরা(৫০) ও নূর জাহান (৫৫)। এছাড়া বাকি তিনজন অন্য জেলার। নতুন ৯ জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ