Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উজানে বালু দস্যুতায় ভাঙ্গনে বিলীন রাধানগর, টিকে আছে ক’টি ইউক্যালিপটাস গাছ!

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ২:১৯ পিএম

উজানে বালু দস্যুতার কারণে ভাঙ্গনে হারিয়ে যেতে বসেছে যমুনার দ্বীপ গ্রাম রাধানগর !
ওই গ্রামের হতভাগ্য অধিবাসীরা জানান, বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ও গোসাইবাড়ি উপজেলার পূর্বদিকে যমুনা নদীর বুকের দ্বীপ গ্রাম রাধানগর । একসময় গ্রামটি ছিল মুল ভূখণ্ডের লাগোয়া । তবে ৭০ এর দশকে গ্রামটি বিলীন হয়ে যায় নদী গর্ভে ।
এরপরে বিশ বছর আগে ফের জেগে উঠে নদীর বুকে দ্বীপ হিসেবে রাধানগর গ্রাম । ফলে অনেকেই ফিরে যায় গ্রামে। কিছুদিনের মধ্যেই গ্রামটিতে চাষাবাদ শুরু হয়ে সমৃদ্ধ হয়ে ওঠে । তবে একদশক ধরে যমুনার বিভিন্ন পয়েন্টে বালু দস্যুতা চলতে থাকে। বালু দস্যুতার কারণে শুরু হয় রাধানগর গ্রামে ভাঙন । ভাঙ্গনের ফলে গ্রামটি এখন অস্তিত্বের হুমকির মুখে পড়েছে ।
অনেকেই গ্রামের ভিটামাটি ছেড়ে যমুনা নদীর বাঁধের ওপর আশ্রয় নিয়ে তৈরি করেছে মাথা গোঁজার ঠাঁই । যাদের টাকা পয়সা আছে তারা গ্রাম ছেড়ে অন্য কোথাও জায়গা জমি কিনে গড়েছে নতুন বসতি । এখন কেবলই সেখানে টিকে আছে গুটিকয় ইউক্যালিপটাস গাছ !



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙ্গন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ