Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তারাকান্দায় মিথ্যা ভিডিও প্রকাশ করায় ২ ফেসবুক আইডির বিরুদ্ধে জিডি

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২১, ৯:২৯ পিএম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে ভয় ভীতি দেখিয়ে বালিখাঁ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কথার ভিডিও পোস্ট করেন ফেসবুক ব্যবহারকারী শরৎ সেলিম ও শেখ মামুনুর রশীদ মামুন নামে দুটি আইডিতে ।শনিবার তারাকান্দা থানায় এই ২ ফেসবুক আইডির বিরুদ্ধে জিডি করেছে মোফাজ্জল হোসেন নামক ঐ ব্যাক্তি।

জানা যায়, অজ্ঞাত ২ ব্যাক্তি ৭/৮ দিন পূর্বে তারাকান্দা উপজেলার ঢাকিরকান্দা গ্রামের মো: মোফাজ্জল হোসেনের বাড়িতে যায়। পরে সরকারী ঘর পাওয়ার অজুহাতে বালিখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দেয়ার বক্তব্য দিতে বলে। মোফাজ্জল হোসেন (৪৫) জিডিতে আরও উল্লেখ করেন চেয়ারম্যানের নামে ঘুষ নেওয়ার মিথ্যা কথা বলিতে অস্বীকার করায় তাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়া হয়। পরে তিনি তাদের হুমকি ও ভয়ে চেয়ারম্যানকে ঘুষ দেয়ার কথা বলিলে ঐ দুই ব্যাক্তি ভিডিও ধারণ করে। তারপর ২ ব্যাক্তি শরৎ সেলিম ও শেখ মামুনুর রশীদ মামুন নামে ফেসবুক আইডিতে পোস্ট করে। এতে চেয়ারম্যান সামাজিক ভাবে হেয় হয়। মোফাজ্জল হোসেন স্বেচ্ছায় ও স্বজ্ঞানে চেয়ারম্যানের বিরুদ্ধে কোন বক্তব্য দেয়নি বলে জিডিতে উল্লেখ করেছেন। তারাকান্দা থানার জিডি নং ৯০৭ তারিখ- ২১/০৮/২১ ইং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ