Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে একইদিনে দু-স্থানে আগুন, ঢাকাবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সামাজিক মাধ্যমে

সোশাল মিডিয়া নিউজ | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২১, ৯:২৭ পিএম

রাজধানীতে একই দিনের দুই স্থানে অগ্নিকাণ্ড ও যানজট দুর্ভোগ নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছেন নেটিজেনরা। অধিকাংশ ভবনে অগ্নি নিরাপত্তা বিধি না মানা, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতা ও ঢাকাবাসীর নিরাপত্তা ঝুঁকি নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। আবার অনেকে ফায়ার সার্ভিসের আধুনিকীকরণের দাবি জানিয়েছেন।

আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি কার্টনের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। এতে ব্যাপক যানজট দেখা দেয় শহরজুড়ে। বনানীর আগুন নেভাতে না নেভাতেই রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (২১ আগস্ট) বিকাল ছয়টার দিকে ভবনটির চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

একের পর এক অগ্নিকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে নুসরাত জাহান মিম লিখেছেন, ‘‘খুব অবাক করার বিষয় না? একের পর এক আগুন লেগেই চলছে??? মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই। এদেশে মানুষ কত কষ্ট করে নিজের একটা ব্যবসা দাড় করায় আর কত সহজে সব ধুলোতে মিশে যায়!’’

মোঃ মাহফুজ লিখেছেন, ‘‘এখন পুলিশ যাইবে তদন্ত কমিটি গঠন করা হবে বিল্ডিং অনুমতি না নিয়ে বানানো!! ফায়ার এক্সীট সিঁড়ি নাই কয়দিন পরে সব ফিনিস আওয়ামী লীগের নেতা থানায় ফোন দিয়ে প্রভাব খাটিয়ে হারামকে হালাল করার চেষ্টা করবে। এই হলো দেশের যেকোন দুর্ঘটনার খিস্তি।’’

মোঃ সাইফুল ইসলাম লিখেছেন, ‘‘ঢাকা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে গ্রামের বাড়ি পরিবেশ অনেক উন্নয়ন প্রকল্প হচ্ছে। রাস্তা, ব্যাংক, শিল্প গড়ে উঠেছে গ্রামের হাট,বাজার জমে উঠেছে। শহরে নয়,গ্রাম পরিবর্তন হয়েছে বসবাসের উপযোগী হয়েছে।’’

পিয়াশ রানা লিখেছেন, ‘‘আমাদের দেশে ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি উন্নতমানের নয় যার কারণে সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আনাটা অনেক দুষ্কর হয়ে দাঁড়ায়। আরো উন্নতমানের সরঞ্জাম যোগ করার দরকার। আল্লাহ সবাইকে রক্ষা করুক।’’

রহমান মাহমেদ লিখেছেন, ‘‘দেশের সরকার যদি জালেম হয় তাহলে ঐ দেশের উপর গজব নাজিল হয় জনগণ আগুতে পুড়ে মরে আল্লাহ তুমি হেফাজত কর, কি বলবো দেশের মানুষের এই অবস্থা দেশে চোখের পানি ধরে রাখতে পারছিনা।’’

মাহাবুব আলম লিখেছেন, ‘‘কোন একটা রাজনৈতিক বড় ঘটনা ঘটলেই সামনে চলে আসে আগুনের ঘটনা,, এভাবে আগুনের ঘটনা নিয়ে আর কত দিন খেলবেন?’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ