Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ের আগে গল্প ও চরিত্র নির্বাচন করি-মৌসুমী হামিদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

অভিনেত্রী মৌসুমী হামিদ বরাবরই ভিন্ন ধারার গল্পের নাটকে অভিনয় করেন। নির্মাতারাও তার উপযুক্ত চরিত্র নির্বাচন করে তাকে কাস্ট করেন। বর্তমানে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বাজিমাত, মেহমান ও মধুমতি। প্রত্যেকটিতে তাকে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে। এ ছাড়া হৃদি হকের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ১৯৭১ সেই সব দিন-এ অভিনয় করছেন। মৌসুমী বলেন, চেষ্টা করি ভাল গল্পের নাটক ও সিনেমায় অভিনয় করতে। গল্প ভাল না হলে এড়িয়ে যাই। অভিনয় করে যদি তৃপ্তি না পাই, তাহলে দর্শকও তা উপভোগ করতে পারে না। তাই অভিনয়ের আগে গল্প ও চরিত্র নির্বাচন করি। দর্শক যাতে ভাল কিছু দেখতে পারেন। এদিকে, মৌসুমী প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন। ওয়েব সিরিজটির নাম ‘ওসমান’। মৌসুমী হামিদ বলেন, শুরু থেকেই ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছা ছিল। তবে ভালো কিছু দিয়ে শুরুটা করতে চেয়েছি। সে ইচ্ছা পূরণ হয়েছে। ধৈর্য ও অপেক্ষার ফল পেয়েছি। এ সিরিজে ভিন্ন রকম একটি গল্পে দর্শক আমাকে পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ